আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এবং হযরত মুহাম্মাদ (সল্লাললাহু আলাইহি ওয়াসল্লাম) আমাদের প্রিয় নবী ও রাসূল। ইসলামকে জানুন-আল-কোরআন শিখুন ও পড়ুন || আপনাকে ধন্যবাদ।
Islamic Full Life | ইসলাম আমাদের পূর্ণ জীবন বিধান। Surah-Al-Mulk | সার্বভৌমত্ব ও কর্তৃত্ব_The Kingdom

Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Surah-Al-Mulk | সার্বভৌমত্ব ও কর্তৃত্ব_The Kingdom

Surah Al Mulk

#Surah #AL #Mulk #সূরাআলমুলক​ #Al​_Mulk #الملك #বাংলাঅর্থসহ​ 

067) Surah Al Mulk_الملك _সার্বভৌমত্ব ও কর্তৃত্ব_The Kingdom_সূরা আল মুলক বাংলা অনুবাদ সহ  সুমধুর তেলাওয়াত ও তরজমা_Islamic Full Life 


 

সূরা আল মুলক الملك আরবি অর্থ  (সার্বভৌমত্ব ও কর্তৃত্ব);

বিসমিল্লাহর পরে আয়াত শুরু হওয়ার পরে, "তিনিই তাঁর আশীর্বাদে পূর্ণ, যিনি তাঁর হাতে বিশ্বজগতের রাজত্ব, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।" আয়াতে আল মুলক শব্দটিই এই অধ্যায়ের নামটির বৈশিষ্ট্যকে বোঝায়। অল্প বিদ্বানও এটিকে ‘বরফুল’ বলে অভিহিত করেছেন, এটি ‘তাবারাক’ শব্দ থেকে নির্ধারণ করেছেন, যা আয়াতের প্রথম শব্দ।


এই সূরাটি ওহীর মধ্যবর্তী মক্কায় যে কোন সময় অবতীর্ণ, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর নিকট এর প্রকাশের সঠিক সময় জানা যায়নি। পবিত্র আল-কুরআনে একটি মাত্র সূরা রয়েছে যার মধ্যে ত্রিশটি (৩০)আয়াত। সেই সূরাটি আল- মুলক যেখানে, আল্লাহর মাহাত্ম্য ও বিশালতা নিয়ে আলোচনা করেছেন এবং তাঁর সৃষ্ট মহাবিশ্বের সৌন্দর্যের উদাহরণ দিয়েছেন। লোকদের কাছে এটি স্মরণ করিয়ে দেওয়া হয় যে, এই পুরো সার্বভৌমত্ব রাজত্ব মহান আল্লাহর। 


সূরা আল মুলক এর সংক্ষিপ্তসারঃ

সূরা আল-মুলক (আরবি: الملك, "সার্বভৌমত্ব ও কর্তৃত্ব"  এটি পবিত্র আল- কুরআনের ৬৭ তম সূরা আল-মুলক; মক্কায় অবতীর্ণ হয়েছে। 

আয়াত সংখ্যাঃ ৩০ টি।

রুকু সংখ্যা ০২টি।

অক্ষর সংখ্যাঃ ১৩১৬টি।

শব্দের সংখ্যাঃ ৩৩৭টি।


এই সূরাটির আয়াতগুলিকে সাধারণভাবে ০৫ ভাগে ভাগ করা যায়ঃ-


০১) প্রথম অংশটি হ'ল আল্লাহর শক্তির প্রদর্শন, বৈশিষ্ট্য, গুণাবলী সম্পর্কেঃ  

Part-1 

আয়াত নং 01 to 03:      02:22

আয়াত নং 04 to 10:      03:57


০২) দ্বিতীয় অংশটি আখেরাতের বিবরণ, জাহান্নামের আযাব সম্পর্কেঃ 

আয়াত নং 11 to 16:      06:30

আয়াত নং 17 to 23:      10:25


০৩) শেষ অংশে যারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের দুনিয়া ও আখেরাতের আযাবের বিরুদ্ধে সতর্ককারীদের অবস্থার স্মারক রয়েছে।

আয়াত নং 24 to 30: 14:16

Islamic Song             20:14    


Ref-Album: Quran with Bangla - Al Quran Academy London     


সূরা আল​-মুলক​ "Surah_Al_Mulk" এর অনেক-অনেক ফজিলত হইতে কয়েকটি ফজিলত উল্লেখ করা হইলঃ

০১) হজরত আবু হুরায়রাহ (রাঃ) বর্ণনা করেছেনঃ

 আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, “কুরআনে একটি সূরা রয়েছে যার মধ্যে ত্রিশটি আয়াত রয়েছে যা একজন ব্যক্তির পাপ ক্ষমা না হওয়া অবধি সুপারিশ করতেই থাকবে। সেই সূরাটি হল সূরা আল- মূলক ‘ধন্য তিনি, যার হাতে রাজত্ব।’(সূত্রঃ আবু দাউদ-১৪০২, তিরমিজি-২৮৯১, ইবনে মাজাহ-৩৭৮৬, মুসনাদে আহমদ-২/২৯৯)।

০২) অন্য একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন," আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেনো সূরা মূলক মুখস্ত থাকে। "(সূত্রঃ বায়হাকীর শুআবুল ইমান-২৫০৭)।

০৩) অন্য আর একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত সুরা মূলকের আমল করবে সে ‪"কবরের​ আজাব থেকে মুক্তি পাবে।"  (সূত্রঃ তিরমিজি-২৮৯০)।

০৪) অন্য আর একটি হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "কোনো রাতে সূরা মূলক না পড়ে ঘুমাতেন না। "   (সূত্রঃ তিরমিজি-২৮৯২)।

০৫) অন্য আর একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন " সূরা মুলক তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত শাফায়াত করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে হবে।" (সূত্রঃ তিরমিজি)।

০৬) হজরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেনঃ

 তোমরা সূরা মুলক শিখ এবং তোমাদের স্ত্রী-সন্তানদের শিখাও। এটা কবরের আযাব হতে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক মুমিনের অন্তরে সূরা মুলক থাকা পছন্দ করি। - (সূত্রঃ ফতহুল বয়ান)।


প্রিয় দ্বীনি বন্ধুগণ,
আমাদের উদেশ্য মহান আল্লাহ পাকের মেহেরবানী,দয়া ও আপনাদের খেদমত করা। এই প্রয়াসকে চালিয়ে/জারী রাখতে আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও আদেশ উপদেশ To My Islamic Full Life | YouTube Channelটিকে | LIKE | SHARE | COMMENTS | SUBSCRIBE & BELL BUTTON ক্লিক করার মাধ্যমে কামনা করছি। আমিন।

▶ Admin/Editor by : H.M.Shahidul Islam (Islamic Full Life)
❤ Thank You Very Much for Watch Surah Video.
▶ God Bless you all Muslim Brothers! 







▶▶▶ Free Download Below Links.





++++++++++ কপিরাইট সতর্কীকরণ  ++++++++++

This YouTube Channel uses information, images, videos, audios and content from various free sources to create backgrounds for other videos, including Surahs of the Holy Quran, so if anyone has any objections to the information, please contact us and we will change that information. You may not use any videos or content in this Channel without our permission. If you use them, appropriate Legal Action will be taken against you in accordance with Copyright Rules. © 2021 Copyright by Islamic Full life | islamicfulllife@gmail.com

✅ Thank you very much for your Visit.


Post a Comment

0 Comments