#Surah #AL #Mulk #সূরাআলমুলক #Al_Mulk #الملك #বাংলাঅর্থসহ
067) Surah Al Mulk_الملك _সার্বভৌমত্ব ও কর্তৃত্ব_The Kingdom_সূরা আল মুলক বাংলা অনুবাদ সহ সুমধুর তেলাওয়াত ও তরজমা_Islamic Full Life
সূরা আল মুলক الملك আরবি অর্থ (সার্বভৌমত্ব ও কর্তৃত্ব);
বিসমিল্লাহর পরে আয়াত শুরু হওয়ার পরে, "তিনিই তাঁর আশীর্বাদে পূর্ণ, যিনি তাঁর হাতে বিশ্বজগতের রাজত্ব, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।" আয়াতে আল মুলক শব্দটিই এই অধ্যায়ের নামটির বৈশিষ্ট্যকে বোঝায়। অল্প বিদ্বানও এটিকে ‘বরফুল’ বলে অভিহিত করেছেন, এটি ‘তাবারাক’ শব্দ থেকে নির্ধারণ করেছেন, যা আয়াতের প্রথম শব্দ।
এই সূরাটি ওহীর মধ্যবর্তী মক্কায় যে কোন সময় অবতীর্ণ, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর নিকট এর প্রকাশের সঠিক সময় জানা যায়নি। পবিত্র আল-কুরআনে একটি মাত্র সূরা রয়েছে যার মধ্যে ত্রিশটি (৩০)আয়াত। সেই সূরাটি আল- মুলক যেখানে, আল্লাহর মাহাত্ম্য ও বিশালতা নিয়ে আলোচনা করেছেন এবং তাঁর সৃষ্ট মহাবিশ্বের সৌন্দর্যের উদাহরণ দিয়েছেন। লোকদের কাছে এটি স্মরণ করিয়ে দেওয়া হয় যে, এই পুরো সার্বভৌমত্ব রাজত্ব মহান আল্লাহর।
সূরা আল মুলক এর সংক্ষিপ্তসারঃ
সূরা আল-মুলক (আরবি: الملك, "সার্বভৌমত্ব ও কর্তৃত্ব" এটি পবিত্র আল- কুরআনের ৬৭ তম সূরা আল-মুলক; মক্কায় অবতীর্ণ হয়েছে।
আয়াত সংখ্যাঃ ৩০ টি।
রুকু সংখ্যা ০২টি।
অক্ষর সংখ্যাঃ ১৩১৬টি।
শব্দের সংখ্যাঃ ৩৩৭টি।
এই সূরাটির আয়াতগুলিকে সাধারণভাবে ০৫ ভাগে ভাগ করা যায়ঃ-
০১) প্রথম অংশটি হ'ল আল্লাহর শক্তির প্রদর্শন, বৈশিষ্ট্য, গুণাবলী সম্পর্কেঃ
Part-1
আয়াত নং 01 to 03: 02:22
আয়াত নং 04 to 10: 03:57
০২) দ্বিতীয় অংশটি আখেরাতের বিবরণ, জাহান্নামের আযাব সম্পর্কেঃ
আয়াত নং 11 to 16: 06:30
আয়াত নং 17 to 23: 10:25
০৩) শেষ অংশে যারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের দুনিয়া ও আখেরাতের আযাবের বিরুদ্ধে সতর্ককারীদের অবস্থার স্মারক রয়েছে।
আয়াত নং 24 to 30: 14:16
Islamic Song 20:14
Ref-Album: Quran with Bangla - Al Quran Academy London
সূরা আল-মুলক "Surah_Al_Mulk" এর অনেক-অনেক ফজিলত হইতে কয়েকটি ফজিলত উল্লেখ করা হইলঃ
০১) হজরত আবু হুরায়রাহ (রাঃ) বর্ণনা করেছেনঃ
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, “কুরআনে একটি সূরা রয়েছে যার মধ্যে ত্রিশটি আয়াত রয়েছে যা একজন ব্যক্তির পাপ ক্ষমা না হওয়া অবধি সুপারিশ করতেই থাকবে। সেই সূরাটি হল সূরা আল- মূলক ‘ধন্য তিনি, যার হাতে রাজত্ব।’(সূত্রঃ আবু দাউদ-১৪০২, তিরমিজি-২৮৯১, ইবনে মাজাহ-৩৭৮৬, মুসনাদে আহমদ-২/২৯৯)।
০২) অন্য একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন," আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেনো সূরা মূলক মুখস্ত থাকে। "(সূত্রঃ বায়হাকীর শুআবুল ইমান-২৫০৭)।
০৩) অন্য আর একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত সুরা মূলকের আমল করবে সে "কবরের আজাব থেকে মুক্তি পাবে।" (সূত্রঃ তিরমিজি-২৮৯০)।
০৪) অন্য আর একটি হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "কোনো রাতে সূরা মূলক না পড়ে ঘুমাতেন না। " (সূত্রঃ তিরমিজি-২৮৯২)।
০৫) অন্য আর একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন " সূরা মুলক তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত শাফায়াত করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে হবে।" (সূত্রঃ তিরমিজি)।
০৬) হজরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেনঃ
তোমরা সূরা মুলক শিখ এবং তোমাদের স্ত্রী-সন্তানদের শিখাও। এটা কবরের আযাব হতে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক মুমিনের অন্তরে সূরা মুলক থাকা পছন্দ করি। - (সূত্রঃ ফতহুল বয়ান)।
0 Comments