<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
Donation/অনুদান
প্রিয় দ্বীনি ভাই বন্ধুগণ,
আস্সালামু আলাইকুম.. ওয়া-রহমাতূল্লাহী-ওয়া-বা-রাকাতুহু…
দেশে ও দেশের বাইরে অবস্থানকারী বন্ধুগণের কাছে আরজ, আমাদের উদ্যেগ আছে অসহায় নিতান্ত গরিব মানুষদের জন্য কিছু করার।
তাই অসহায় নিতান্ত গরিব মানুষদের জন্য কিছু করার মানুষিকতা নিয়ে কিছু উদ্যেগ উল্লেখ করা হইল এখানে | Development Projects for the Poor/গরীবদের উন্নয়নে প্রকল্প।
উক্ত উদ্যেগুলি ধীরে-ধীরে বাস্তবায়ন করা হইবে এবং তাহার প্রমান্য আনুসঙ্গিকতা আমাদের YouTube-Channel ও Facebook-Page এ প্রকাশ করা হইবে ইনশা্আল্লাহ্।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মহান আল্লাহ্ তায়ালাকে ভয় করি। সকলের বিস্থতা বিদ্যমান রাখতে বদ্বপরিকর। দেশে ও দেশের বাইরে অবস্থানকারী বন্ধুগণের কেহ যদি মহান আল্লাহ্ নেকীর আশা করে গরীবদের উন্নয়নে প্রকল্প এ যে কোন প্রকার দান-অনুদান দিতে চান তাহলে দিতে পারবেন।
দান-অনুদান দিতে চান তাহলে দিতে ইচ্ছা-পোষণ করিলে ও আমাদের সাথে যোগাযোগ করিলে Email: islamicfulllife@gmail.com || Cell 01558306417 আপনার মৌখিক ও লিখিত প্রস্তাবকে মূল্যায়ণ করে আমাদের পক্ষ হইতে EOI ও প্রকল্প ধারনা প্রদান করা হইবে।
অতঃপর আপনি যদি দান-অনুদান দিতে চান তাহলে সরকারের যে নিয়ম-কানুন আছে তাহা মেনে দান-অনুদান দিতে পারবেন।
যদি সকল কাজ শেষ করে দান-অনুদানকৃত টাকা ও টাকার প্রকল্প ব্যবস্থপনা ও বাস্তবায়ন করে ৪৫ দিনের মধ্যে Report & Evaluation দাতার কাছে প্রদান করা হইবে।
দান-অনুদান প্রদানের ব্যাংক তথ্য সাময়িক সময়ের জন্য দেওয়া হইল না।
Bank Details:
Upcoming
আমাদের হইতে কোন প্রকল্প হাতে নেওয়া হয় নাই। যদি কোন দাতা দান-অনুদান প্রদানের সহায়তা ও সাহায্য করে প্রকল্প হাতে নিতে চান তাহলে আমরা প্রস্তুত যোগাযোগ করতে পারবেন।
সকলে সুস্থ ও নিরাপদে থাকুন!
আল্লাহ্ হাফেজ
ধন্যবাদন্তে,
Islamic Full Life
ইসলাম আমাদের পূর্ণ জীবন বিধান।
Dhaka-Bangladesh
0 Comments